শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৯:২৬

যৌবনকাল

ক্ষুদীরাম দাস
যৌবনকাল

রঙে রঙিন যৌবনকাল,

তাই জগতের সবই রঙিন ও সহজ ভাবা যায়!

দিন গড়ায় যৌবনকালের বয়স বাড়ে,

কখনো কখনো জীবনটা বিষাদময়!

একদিন যারে কাছে ডাকি

একদিন সে ব্যস্ত রবে,

চিরদিন স্মরণ রাখার সময় কারো নেই

এটাই নাকি নিয়ম এ ভবে!

যৌবনকালে দুঃখের সময়

দুঃখীর পাশে থাকো

যৌবনের সঙ্গে সেই প্রভু

সেই প্রভুকেই ডাকো।

যৌবনকালে চোখের নেশা বড় নেশা,

সবাই বলে, এসব ক্ষণিকের তবে

শরীরের সৌন্দর্য্যরে ঝলকানি

চিরস্থায়ী না রবে।

যৌবনকালে ডাকো প্রভুরে

যিনি তোমার মূল ভরসা;

যাচ্ছো কোথায়? ফিরে এসো

ঐ পথটি তোমার সর্বনাশা!

ছবি-২৮

নীল প্রজাপতি

উৎসর্গ : প্রিয়তমাকে

মুহাম্মদ কাউছার আলম রবি

বিধ্বস্ত নগরীতে তুমি নীল প্রজাপতি,

তোমাকে কী অপূর্ব করে সৃষ্টি করেছেন অধিপতি,

নরম ঘাসের উপর সোনারোদ্দুরে কী সুশ্রী লাগে তোমায়,

তুমি প্রকৃতির হয়ে থেকো চিরকাল,

তোমাতে শোভাময় হোক ধরীত্রীর শত প্রাণ।

তুমি নীল প্রজাপতি, তুমি মায়াবিনী

মায়ার বাঁধনে বেঁধে রেখেছো পরম যত্নে,

তুমি মিশে আছো হৃদয় ডায়রির রন্ধ্রে রন্ধ্রে,

তোমাকে ভুলতে পারে না মন কোনমতে।

ভুলবে কী করে?

তুমি যে মায়াবতী।

মায়া ছড়িয়ে দখল করেছো হৃদয় রাজ্যের সিংহাসন,

রুদ্ধ করে দিয়েছো শত দ্বার,

তোমাকে হটিয়ে কেড়ে নিতে পারে

কে আছে এমন?

তুমি তো আমার পরমআত্মীয় জন্ম জন্মান্তরের বন্ধন,

তুমি তো আমার মানবী মানসী অস্পরী অনন্যা,

নীল প্রজাপতি হয়ে আছো হৃদয় রাজ্যের উদ্যানে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়