শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

ব্যতিক্রম রুটিনের মাধ্যমে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে চায় হাসান আলী সরকারি হাই স্কুল

অনলাইন ডেস্ক
ব্যতিক্রম রুটিনের মাধ্যমে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে চায় হাসান আলী সরকারি হাই স্কুল

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গত কয়েকদিন ধরে কাজ করেছে জেলা সদরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়।

এক ক্লাসের ছাত্রদের সাথে আরেক ক্লাসের ছাত্রদেন যেন কোন ভাবেই ক্রস না ঘটে সে জন্য ব্যতিক্রম রুটিন তৈরি করেছেন বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌসী আরা। তিনি বলেন, একটি ক্লাস যখন শুরু হবে তখন অন্য ক্লাসের ছাত্ররা ক্যাম্পাসে প্রবেশ করবে। আবার ওই ক্লাসের ছাত্রদের ক্লাস শুরু হলে আরেকটি ক্লাসের ছাত্ররা ক্যাম্পাসে প্রবেশ করবে। ছুটির সময়ও একই পদ্ধতিতে ছুটি দেয়া হবে। এতে করে ক্লাসের আগে ও পরে স্টুডেন্ট সমাবেশ বা ক্রসিংয়ের বিষয়টি থাকবে না।

স্কুলের শিক্ষার্থীদের ইউনিফর্ম পড়ার বিষয়ে শতভাগ ইউরিফর্ম পড়ে আসার তাগিদ দেন তিনি। তবুও কোন শিক্ষার্থী যদি ইউনিফর্ম ছাড়া স্কুলে আসে তবে তাকে যৌক্তিক কারণ দেখাতে হবে। তার কারণে যৌক্তিকতা থাকলে অবশ্যই তাকে এলাও করা হবে। মাস্ক পরিধান বাধ্যতামূলক থাকার কথাও জানিয়েছেন তিনি।

স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারি ব্যতিত অহেতুক কোন ব্যক্তিকে প্রবেশ করতে দেয়া হবে না। ছাত্রদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ও তাদের সুরক্ষায় সর্বোচ্চ যতটুকু কঠোরতা দেখাতে হয় তার সবটুকুই দেখাতে প্রস্তুত আছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।

প্রধান শিক্ষক বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী চাঁদপুর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে ঘোষণা দিয়েছেন তাকে আমাদেরই ধরে রাখতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রীর জেলায় যেন ১৯ দফা নির্দেশনার সর্বোচ্চ প্রয়োগ হয় তার সর্বাত্বক চেষ্টা করবে হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়