প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৮
বালক বালিকা-১
সনতোষ বড়ুয়া
চেয়েছে বালক কথা বিনিময়
বালিকা চায়নি লজ্জায়,
মেঘ চেয়েছিল বৃষ্টি বাতাস
বর্ষা বাসর সজ্জায় ।মেঘের ভিতর বিদ্যুৎ ছিল
আলো চেয়েছিল জ্বলতে,
বালিকা খেলেছে লুকোচুরি মন
বালক চেয়েছে বলতে।বালিকার মন দ্বিধায় ছিল
বালক বলেছে দাঁড়াও,
শুনে মেঘ ঝরে কদম ফুটেছে
ও বালিকা হাত বাড়াও।বালক ছুটছে বালকের মত
বালিকার চোখে বৃষ্টি ,
মেঘ মল্লার সেতার বাজায়
গোলাপ মেলল দৃষ্টি ।৭ জানুয়ারি/২০ ওয়াশিংটন ডিসি।