বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৭

স্মৃতির নৌকায়

সেলিনা ইসলাম
স্মৃতির নৌকায়

বিরহের সুর ভেঙ্গে জমাট বাঁধে অনন্ত ভালবাসার নীল আকাশ

সাদা মেঘে মেঘে যেন ভাসিয়ে নেয় স্বপ্নের তরী-

আহা! ঝিরিঝিরি পাতাঝরা ক্ষণে এ কেমন নিবিড় আলিঙ্গন।

শরতের কোমলতা ঘিরে রাখে চারিধারে

ফুলেরা সুবাস নামায় মিষ্টি ভোরের মায়াভরা চাদরে

শিউলি বিছানো পথে নরম শিশির ভেজা ঘাস

আবেগে জড়িয়ে ধরে থিরথির কেঁপে উঠা, দুঠোঁটের ভাঁজ

সবুজ আমনের জমিনে ঢেউ তোলে উদাসী বিজন

পাকা শালিধানের হিমহিম হাওয়ায় কী যে মধুর আলোড়ন!

ভাবনারা সব ক্লান্তিহীন এলোমেলো

উদ্দীপনায় খুঁজে চলে হারিয়ে যাওয়া মন

হৃদয়ের অলিগলি চিনে মেখে নেয় পরশ

শরতের নিষ্পাপ আচরণ!

পাতায় পাতায় তাল তুলে পাখিদের কোলাহলে

মিষ্টি স্নিগ্ধ রোদে আকাশের প্রতিচ্ছবি--

ঝিলিক তোলে শাপলা ফোটা ভরাযৌবন ঝিলে।

নিঝুম নিমগ্নতায় শুভ্রতা মেখে জাগে জ্যোৎস্না রাত

জমে থাকা ব্যথা কাশফুল বনে উড়ে চলে

উড়ে চলে, স্মৃতির মায়াঘেরা মনের গহীন পথ।

স্নিগ্ধ সবুজের মাঠ হাতছানিতে কাছে ডাকে

বাতাসের গুঞ্জনে কত কথা কানে ভাসে-

রঙিন ঘুড়ি, নাটাই সুতো দুলে যায় বেণী দোলায়

আনমনে কত আল্পনা আঁকি, নির্নিমিখ আবেশে

সুরের মূর্ছনায় ছুটে ছুটে যাই পালতোলা নৌকায়

চলাত চলাত দোল মন যায় কেঁপে, ছন্দ তোলা বৈঠায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়