বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৬

যৌবনকাল

ক্ষুদীরাম দাস
যৌবনকাল

রঙে রঙিন যৌবনকাল,

তাই জগতের সবই রঙিন ও সহজ ভাবা যায়!

দিন গড়ায় যৌবনকালের বয়স বাড়ে,

কখনো কখনো জীবনটা বিষাদময়!

একদিন যারে কাছে ডাকি

একদিন সে ব্যস্ত রবে,

চিরদিন স্মরণ রাখার সময় কারো নেই

এটাই নাকি নিয়ম এ ভবে!

যৌবনকালে দুঃখের সময়

দুঃখীর পাশে থাকো

যৌবনের সঙ্গে সেই প্রভু

সেই প্রভুকেই ডাকো।

যৌবনকালে চোখের নেশা বড় নেশা,

সবাই বলে, এসব ক্ষণিকের তবে

শরীরের সৌন্দর্যরে ঝলকানি

চিরস্থায়ী না রবে।

যৌবনকালে ডাকো প্রভুরে

যিনি তোমার মূল ভরসা;

যাচ্ছো কোথায়? ফিরে এসো

ঐ পথটি তোমার সর্বনাশা!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়