প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০০:২৮
শরতের ফুল
রেজাউল করিম রোমেল
শরতের প্রকৃতি সেজেছে
আজ রকমারি ফুলে,
শান্ত কোমল স্নিগ্ধ উদার
অপূর্ব সুন্দর রূপে।কাশফুল শাপলা শালুক
পদ্ম জুঁই কেয়া,
শিউলি জবা কামিনী
মালতী মল্লিকা নয়নতারা।মাধবী ছাতিম দোলনচাঁপা
বেলি ধুতরা জারুল,
ঝিঙে শ্বেতকাঞ্চন রাধুচূড়া
বোগেনভেলি ফুল।শরতের রকমারি ফুলে
মন হেসে ওঠে,
হৃদয় সজিব হয়
প্রকৃতির আনন্দে ভাসে।