বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০০:২৪

তামার বিষ

আকিব শিকদার
তামার বিষ

যেটুকু অর্থ পেয়ে মানুষ অমানুষ হয়ে যায়

সেটুকু অর্থবিত্ত দিও না আমায়।

বাংলা ভাষায় একটা প্রবাদ আছেÑ“তামার বিষ”

সেই তামার বিষে যেন না ধরে আমায়।

এতো টাকা দিয়ে আমি করবো কী, যে টাকা পেলে

নিজের উত্তরাধিকার নাম লিখাতে যায়

অলস ভবঘুরে আর বখাটেদের খাতায়

এতো ধনের মালিক তুমি করো না আমায়।

টাকার অহংকারে বউ ছুটবে হাটে, গয়নাঅলার সাথে

বলবে কথা হেসে

শাড়ি চুড়ি জুতোর দোকান, বিক্রেতারা দাঁড়িয়ে গা ঘেসে

ভাবি ডেকে জুতো বিক্রির ছলে হাত বুলাতে চাইবে পায়Ñ

অর্থের কুপ্রভাব যদি পেয়ে বসে আমায়।

ভাত ছিটালে কাক আসে, টাকা উড়ালে মেয়ে মানুষের

হয় না অভাব

ঈষৎ হেসে তুলে দেবে সবুজ গেলাসে রঙিন সরাব

নগরনটীর দল। কিছু তোষামোদকারী চাটুকার

সামনে দেবেই স্যালুটÑ পেছনে লাত্থি দেখাবে অবলীলায়।

এতো দৌলত দিয়ে আমি করবো কী, তামার বিষে

যেন না ধরে আমায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়