প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০০:২৩
আমি এক পরিচয়হীন মানুষ
আমি এক পরিচয়হীন মানুষ
আমার কোন পরিচয় নেই
কেউ প্রকৌশলী
কেউ শল্যবিদ
কেউ জ্যোতির্বিদ
কেউ বৈজ্ঞানিক
কেউ কবি
কবি লেখক
কেউ শিল্পী
কেউ গায়ক
কেউ বাদক
কেউ বণিক
কেউ বাচিক
কেউ শিক্ষক
কেউ সৈনিক
কেউ সাংবাদিক
কেউ কামার
কেউ কুমার
কেউ উকিল
কেউ মোক্তার
কেউ জজ-ব্যারিস্টার
কেউ চাষা
কেউ কুলি
কেউ মুচি
কেউ ডোম
অনেকেরই অনেক পরিচয় আছে
কিন্তু আমার কোন পরিচয় নেই।
আমি পরিচয়হীন এক মানুষ
আমি আজকে এটা তো কালকে ওটা
কোথাও আমার কোন স্থির নেই
আমার কোন নির্দিষ্ট স্থান নেই
আমার যাযাবরের মতো জীবন
গোবরে পোকার মতো আমার জীবন
ভাসমান কচুরিপানার মতো আমার জীবন
শুকনো খড়কুটোর মতো আমার জীবন
গন্তব্যহীন পথিকের মতো আমার জীবন।