প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০০:২২
তুই ক্রমশ
দুলাল সরকার
তুই ক্রমশ হেমন্তের ধানকাটা হাহাকারে
পরিণত হয়ে হারাচ্ছিস মনের আভা
অথচ তোকেই কেন্দ্র করে আবর্তিত হত
আমার শস্য সৌন্দর্য, আলোকোজ্জ্বল
ভোরের নান্দনিক অনুভূতি
পদ্মবিলের হাওয়ার পাশে বসে থেকে একা
কী ভাবছিস জানতে চাইলে কেন যেন
মনে হয় তুই ক্রমশ আমাকে এড়িয়ে চলছিস
তুই দ্বিধা বিভক্ত