শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০০:১৮

সৌম্য সালেকের কবিতা

অনলাইন ডেস্ক
সৌম্য সালেকের কবিতা

মাতৃবৃক্ষ

রমনায় যে কাঞ্চন বৃক্ষের নিচে মা একবার বিশ্রাম নিয়েছেন

পৃথিবীর সব শ্যামল-শান্তি আমি খুঁজে পেয়েছি তার নিচে;

পৃথিবীর সব পুষ্পশোভা যেন ঝুলে আছে তার শাখায়

মা’র আঁচলের মতোই সুশীতল সে ছায়া

মায়ের কথার মতো কোমল তার ফুল ও পাতার গ্রন্থনা।

সেই বৃক্ষের নিচে যেন জড়ো হয়ে আছে মায়ের না বলা কথারা

লুটিয়ে রয়েছে যেন মায়ের ব্যথা-বেদনার অগণ্য অশ্রুকাহন!

মায়ের যে কথা শুনিনি জীবনে, উৎকর্ণ আজ সে কথা শ্রবণে

মাতৃছায়ার যে সুখ জোটেনি জীবনে, সে সুধা অন্বেষে বসেছি নিথর মাগো

মাথায় বুলিয়ে হাত, কোমল কথার-গানে তপ্ত এ হৃদয় জুড়াও।

***

উত্থিত ভূমির দেশে

গোলাপ ছড়ানো পথে একদিন হেঁটেছি অশেষ

নির্নিমেষ পাহাড়ের নিচে বয়ে চলে ছোট এক নদী

তার পাশে ঘনবন, ঝরাবীথি, হলুদ গাছের ছায়া

শান্ত অশ্বদের বিচরণ আমি দেখেছি সেখানে

পাথর বিছানো জলে, কে না চায় নামতে একবার

সে পাথর ফলেছে যেখানে, হিম হিম জলের কিনারে

নতমুখে আমিও তা ছুঁয়েছি নীরবে।

বন, গিরি, পাখি ও ফুলের পিছে

দৃষ্টি আর যায় না যেখানে

বিজন সেই খাদে, এই নদী করেছে জীবনের সূচনা

দেখেছি সঙ্গোপনে, তারই পাশে ভিক্ষুরা নিজেদের স্বর্গ করেছে রচনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়