বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৯:২১

কবিতারা কথা বলে

উৎসর্গ : সকল কবি ও সাহিত্যিকের জন্য।

মুহাম্মদ কাউছার আলম রবি
কবিতারা কথা বলে

কবিতারা কথা বলে অধিকার আদায়ে,

কবিতারা কথা বলে অন্যায়-অবিচারের বিরুদ্ধে,

কবিতারা কথা বলে সাম্য-মৈত্রী-মানবাধিকার নিয়ে,

কবিতারা কথা বলে মানবের প্রেম-ভালোবাসা ইচ্ছা-অনিচ্ছা নিয়ে,

কবিতারা কথা বলে মানুষের স্বপ্ন-আশা নিয়ে।

কবিতারা কথা বলে দুর্যোগ-দুর্ভোগে,

কবিতারা কথা বলে অসহায়ের হয়ে,

কবিতারা কথা বলে ন্যায়ের পক্ষে,

কবিতারা কথা বলে বিপ্লবী হয়ে।

কবিতারা কথা বলেছিলো বায়ান্নের ভাষা আন্দোলনে,

উর্দু নয় বাঙালিরা বাংলাকে মাতৃভাষা হিসেবে করতে পেরেছে আদায়,

ভাষা চাপিয়ে দেওয়া জাতি,

সালাম বরকত রফিক জব্বারদের শহিদ করলেও

করতে পারেনি মাতৃভাষার কোন ক্ষতি।

কবিতারা কথা বলেছিলো একাত্তরে,

হানাদাররা পারেনি মুক্তিকামী জনতাকে রুখতে,

আপামর জনতা মিলে অর্জন করেছে স্বাধীনতা,

ওরা কেড়ে নিতে পারেনি আমার দেশের পতাকা।

স্বাধীন-সার্বভৌম হলো প্রিয় মাতৃভূমি,

তিরিশ লক্ষ প্রাণ গেলো তার বিনিময়ে,

কত মা-বোন হারালো তাদের সম্ভ্রম।

কবিতারা কথা বলে জীবনানন্দের রূপসি বাংলা হয়ে,

কবিতারা কথা বলে নজরুলের সাম্যবাদী হয়ে,

কবিতারা কথা বলে রবীঠাকুরের গীতাঞ্জলি হয়ে,

কবিতারা কথা বলে র্ফরুখ আহমেদের পাঞ্জেরি হয়ে,

কবিতারা কথা বলে সৈয়দ আলী আহসানের আমার পূর্ব বাংলা হয়ে,

কবিতারা কথা বলে শিক্ষাগুরুর মর্যাদা নিয়ে,

কাজী কাদের নেওয়াজের অপূর্ব লেখনিতে,

কবিতারা কথা বলে কুসুমকুমারী দাসের আদর্শ ছেলে হয়ে,

কবিতারা কথা বলে নজরুলের বিদ্রোহী হয়ে,

অন্যায়-অবিচার-জুলুম-আগ্রাসনের বিরুদ্ধে,

কবিতারা কথা বলে জসিমউদ্দীনের নকশীকাঁথার মাঠ হয়ে,

যেখানে রুপাই সাজুদের অপূর্ব রোমাঞ্চ ফুটে ওঠে,

এভাবেই দিনের পর দিন কবিতারা মানুষের কথা বলে,

মানবের চাওয়া-পাওয়া, আশা-হতাশা, ভালোবাসা

অন্যায়-অবিচার, বিদ্রোহ-বিপ্লব নিয়ে কথা বলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়