প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০০:১০
বিভাগীয় সম্পাদকের কথা
আসসালামু আলাইকুম।
বাংলাদেশের মানুষের জীবনধারা আধুনিকায়নের লক্ষ্যে নিজস্ব প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে নতুন আবিষ্কৃত প্রযুক্তির ব্যবহার গত এক দশক আগে থেকেই শুরু হয়েছে। এসব প্রযুক্তিগত সুবিধা বেশির ভাগই কোনো না কোনো পর্যায়ে বাংলাদেশে ব্যবহার হয়ে থাকে। স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে বাড়ছে। থ্রি-জি ফোর-জি পেরিয়ে ফাইভ-জি নেটওয়ার্ক যেমন চালুর দ্বারপ্রান্তে, তেমনি সর্বাধুনিক প্রযুক্তির স্যাটেলাইট এখন মহাকাশে সক্রিয় থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তির কাজ বৈদেশিক নির্ভরতা মুক্ত করে সুসম্পন্ন করে চলছে। বাংলাদেশের মতো বিশ্বে আর কোনো উন্নয়নশীল দেশ খুঁজে পাওয়া যাবে না, যেখানে এতো স্বল্প সময়ে নিজস্ব পরিকল্পনায় ডিজিটাইজ হয়েছে। অর্থনৈতিক-সামাজিক উন্নয়নে বাংলাদেশ প্রযুক্তি ব্যবহারে ত্বরিৎ সুফলও পেয়েছে। কিন্তু বাংলাদেশের এক নাম্বার সমস্যা হচ্ছে দুর্নীতি। বিগত সময়ের দুর্নীতির যাঁতাকলে পড়ে সেই সুফল পরিপূর্ণভাবে জনগণ ভোগ করতে পারেনি। বর্তমান সরকারকে তাই এসব বিষয় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যাতে সত্যিই উন্নত দেশের সাথে তাল মিলিয়ে তথ্য-প্রযুক্তিতে আমাদের কিশোর-তরুণ ও যুবসমাজ নিজকে গড়ে তুলতে পারে।
সবাই ভালো থাকুন, দেশকে এগিয়ে নিতে সঠিক নীতি ও বিশ্বাসের সাথে এগিয়ে যাক বাংলাদেশ--এই প্রত্যাশা রইলো। তথ্য-প্রযুক্তির জানা-অজানা নিত্য-নতুন বিষয় নিয়ে আপনিও লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ই-মেইল : [email protected]
--মিজানুর রহমান রানা, বিভাগীয় সম্পাদক।