রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ১৫:১৫

কলেজে ফিরতে শিক্ষার্থীদের ব্যাকুলতা-০৯

কলেজ আঙিনাকে খুব মিস করি

কলেজ আঙিনাকে খুব মিস করি
পাপ্পু মাহমুদ

এক সময় স্কুল কলেজ বন্ধ থাকলে খুব ভালো লাগতো। বন্ধুদের সাথে খেলাধুলা করে সময় কাটানো যেতো। কিন্তু বর্তমানে এতো দীর্ঘদিন সময় কলেজ বন্ধ পেয়ে খুবই খারাপ লাগছে।

প্রিয় কলেজ আঙ্গিনাকে খুব বেশি মিস করি। চাঁদপুর কন্ঠের সাথে কথা গুলো বলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আবু সুফিয়ান শুভ।

শুভ আরো জানায়, কোভিড ১৯ এর কারেন লকডাউনে কলেজ বন্ধ আছে দেড় বছর। প্রথমে অনলাইনে কিছুদিন ক্লাস চললেও বর্তমানে এর কার্যক্রম তেমন নেই। প্রাতিষ্ঠানিক পড়াশোনা নাই বললেই চলে। গত দেড় বছরে অনলাইনে দুইবার পরিক্ষা নিয়েছে।

আরেক প্রশ্নের জবাবে শুভ জানায়, দ্রুত আমাদের স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রয়োজন। আমাদের জীবন থেকে প্রায় দুটি বছর চলে যাচ্ছে। এখন আর বাড়িতেও পড়তে ভালো লাগেনা। শিক্ষকদের ক্লাস আর কলেজ আঙ্গিকে খুব মিস করি।

গত দেড় বছর বেশির ভাগ সময় কেটেছে মোবাইলে গেমস খেলে ও আড্ডা দিয়ে। বর্তমানে আমার ও আমার সহপাঠীদের বেশির ভাগই মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়