প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ১৯:৩৭
জাতীয় শোক দিবস উপলক্ষে অপরূপা নাট্যগোষ্ঠীর দোয়া ও আলোচনা সভা
নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ এই স্লোগানকে সামনে রেখে ২০ আগস্ট শুক্রবার অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংগঠনের চাঁদপুর শাহরাস্তি ঠাকুরবাজারের প্রধান কার্যালয়ে শুক্রবার সকালে আলোচনা সভা ও দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এরশাদ আলম বেপারীর সঞ্চালনায় শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনে উপদেষ্টা ডাক্তার মফিজুর রহমান মজুমদার, অভিভাবক সদস্য নাছরিন আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর সহসভাপতি সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ, শিল্পী আতাউর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর রহমান নয়ন, প্রচার সম্পাদক শিল্পী আরমান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা মুন্নী, সহ নাট্য বিষয়ক সম্পাদক সারাহ্ শামস্ অহনা, সহ মহিলা বিষয়ক সম্পাদক সামিহা শামস্ অনন্যা, কার্যনির্বাহী সদস্য আদিবা আয়শা মাহিন প্রমুখ।
শোক সভায় বক্তারা বাংলাদেশের স্থপতি জাতিরজনক শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করেন। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।