শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ১৮:২০

মতলব উত্তরের ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী'র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরের ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী'র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের চেয়ারম্যান শামসুল হক বাবুল চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত হয়।

১১ নভেম্বর সকাল ১০ টায় মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা বাবুল চৌধুরীকে গার্ড অব অনার জানান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান ও অফিসার ইনচার্জ মহিউদ্দিন।

মরহুমের জানাযা পরিচালনা করেন ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমেদ বোরহানী।

জানাযা পূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মরহুমের জ্যেষ্ঠ পুত্র সুমিত চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সদস্য সাজেদুল হোসেন দিপু চৌধুরী, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড.রুহুল আমিন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিয়া , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান প্রমূখ। আলোচনা পর্ব পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি নুরুল হক সরকার, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মিজান খান ও আব্দুল কাইয়ুম খান, মতলব পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম নুরু,

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও শহীদ উল্যাহ প্রধান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও, রেবায়েত উল্যাহ, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, স্থানীয় সাংসদের একান্ত সচিব অ্যাডভোকেট লিয়াকত আলী সুমন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান ও শাজাহান প্রধান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী,

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাহী চৌধুরী, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

পরে তাকে ঢাকাস্থ্য বনানী গোরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, মোহনপুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল গত ১০ নভেম্বর ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়