রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ১৬:৪১

কচুয়ায় নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন শীর্ষক মাঠ দিবস

মোহাম্মদ মহিউদ্দিন

কচুয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়ার উজানীতে নিরাপদ ও বিষমুক্ত উচ্চ মূল্যের সবজি উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় ৫০ জন সবজি উৎপাদনকারী কৃষক এ মাঠ দিবসে অংশ গ্রহণ করেন। কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঢাকা খামার বাড়ির উপ-পরিচালক, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষিবিদ ড. মোহাম্মদ মহসীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা কৃষিবিদ মো. জুলফিকার আলী ও কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন।

আলোচনা সভা শেষে কর্মকর্তাবৃন্দ স্থানীয় কৃষকদের উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত সবজি প্রদর্শণী পরিদর্শন করেন এবং কৃষকদের পরার্মশ প্রদান করেন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়