শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:৪২

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর সদরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর সদরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০২৩-২০২৪ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনারের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর সদর উপজেলার আয়োজনে দিনব্যাপী ‘কৃষক গ্যাপ সার্টিফিকেশন বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ জুলাই সকাল এবং বিকালে বিআরডিবি হল রুমে এবং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে পৃথক দিনব্যাপী গ্যাপ সার্টিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে ২৫ জন কৃষক-কৃষাণী ও উত্তম কৃষি চর্চা, নিরাপদ খাদ্য উৎপাদন, শ্রমিক স্বাস্থ্য নিরাপত্তার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো: মিজানুর রহমান এবং উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন: কৃষিবিদ মো: সরোয়ার জামান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প। তারা উপজেলা কৃষি অফিস, চাঁদপুর সদর উপজেলা পরিদর্শন করেন। এসময় তারা প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষনে অংশগ্রহণ করেন এবং শাহমাহমুদপুর ইউনিয়নে কৃষক বাড়িতে বাস্তবায়িত প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি) এর সেশনে অংশগ্রহন করেন।

উক্ত পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি) ২৫ জন মহিলা কৃষক নিয়ে গঠিত। অতিথি বৃন্দ উক্ত কৃষক স্কুলে পুষ্টি নিয়ে তথ্য বহুল আলোচনা করেন এবং কৃষকদের দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো: মাসুদ হোসেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর, তপন রায়, উপজেলা কৃষি অফিসার তপন রায়সহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়