শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:৪২

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর সদরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর সদরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০২৩-২০২৪ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনারের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর সদর উপজেলার আয়োজনে দিনব্যাপী ‘কৃষক গ্যাপ সার্টিফিকেশন বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ জুলাই সকাল এবং বিকালে বিআরডিবি হল রুমে এবং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে পৃথক দিনব্যাপী গ্যাপ সার্টিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে ২৫ জন কৃষক-কৃষাণী ও উত্তম কৃষি চর্চা, নিরাপদ খাদ্য উৎপাদন, শ্রমিক স্বাস্থ্য নিরাপত্তার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো: মিজানুর রহমান এবং উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন: কৃষিবিদ মো: সরোয়ার জামান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প। তারা উপজেলা কৃষি অফিস, চাঁদপুর সদর উপজেলা পরিদর্শন করেন। এসময় তারা প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষনে অংশগ্রহণ করেন এবং শাহমাহমুদপুর ইউনিয়নে কৃষক বাড়িতে বাস্তবায়িত প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি) এর সেশনে অংশগ্রহন করেন।

উক্ত পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি) ২৫ জন মহিলা কৃষক নিয়ে গঠিত। অতিথি বৃন্দ উক্ত কৃষক স্কুলে পুষ্টি নিয়ে তথ্য বহুল আলোচনা করেন এবং কৃষকদের দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো: মাসুদ হোসেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর, তপন রায়, উপজেলা কৃষি অফিসার তপন রায়সহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়