প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ১৯:৩৯
মুন্সীগঞ্জে তরমুজের কেজি ৫০ টাকা!
মুন্সিগঞ্জে তরমুজের কেজি ৫০ টাকা। চৈত্রের কাঠ ফাঁটা রোদে মৌসুমী রসালো ফল তরমুজ মুন্সিগঞ্জ জেলায় গ্রাম, উপজেলা, জেলা পর্যায়ের হাট-বাজারে সর্বত্র পাওয়া গেলেও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে । প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। ছোট্ট একটি তরমুজ কিনতে গেলেও কমপক্ষে ৩০০ থেকে ৫০০ টাকা প্রয়োজন। তরমুজ ক্রেতা নিলুফা ইয়াসমিন এ প্রতিনিধিকে জানান, গত দুদিন আগে তিনি একটি তরমুজ ৬০ টাকা কেজিতে কিনেছিলেন বর্তমানে বাজারেদাম একটু নিম্নমুখী ৫০ টাকা কেজি দরে হওয়ায় আরেকটি তরমুজ কিনতে এসেছেন ।অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক হতদরিদ্র ক্রেতা এই প্রতিনিধিকে জানান। ছেলে তরমুজ খেতে চেয়েছিল বাজারে এসে দেখেন। ৫০ টাকা কেজি তরমুজ হাতের নাগালের বাইরে দাম নিয়ন্ত্রণ আসার পরে কিনবেন বলে এ প্রতিনিধিকে জানান, তিনি তরমুজ না কিনে বাড়ি ফিরে গেলেন। একজন বিক্রেতা জানান, ক্রেতারা এসেই জিজ্ঞাসা করেএকটি তরমুজ কত কেজি হতে পারে তাই কেজি দরে কিনে কেজি দরে বিক্রি করেন। এতো দামি তরমুজ কিনে ক্রেতা বাড়িতে গিয়ে কাটার পর দেখেন ভেতর পচা ও সাদা।
এ নিয়ে বিক্রেতার সাথে ক্রেতার ঝগড়ার খবরও পাওয়া যায়।