শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৮

অসময়ের ঝড়-বৃষ্টি!

স্টাফ রিপোর্টার
অসময়ের ঝড়-বৃষ্টি!

চাঁদপুরে শুক্রবার জুমার নামাজের সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে।নামাজ শেষে

শুরু হয় দমকা হাওয়া-ঝড় আর বৃষ্টি।ঠান্ডা আর বৃষ্টিতে মানুষ অসহায় হয়ে পড়েছে। অবশ্য আবহাওয়া অফিস আগেই এই বৃষ্টিপাতের আভাস দিয়েছিলো।

এর মধ্যে দুপুর পোনে দুইটার পর বৃষ্টি দেখল চাঁদপুরবাসী। সন্ধ্যার বৃষ্টি ছিলো মৃদু। ৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১টার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। তার কিছুক্ষণের মধ্যেই নামে ঝড় ও বৃ্ষ্টি। বিকাল চারটার পর থেকেও দমকা ও ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছিল।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদফতর যে পূর্বাভাস দিয়েছিল তাতেও বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল। ঝড় বৃষ্টিতে কনকনে ঠান্ডায় জনজীবন নেমে আসে অচলাবস্থা। রাস্তায় বের হওয়া মানুষ চরম দুর্ভোগের শিকার হয়।

ওই পূর্বাভাসে বলা হয়- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুরসহ কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়