প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮
সংস্কৃতি কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

চাঁদপুরে সংস্কৃতি কর্মী ও সংগঠনকে উজ্জীবিত করার লক্ষ্যে ৮ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সফল সমাপ্তির পর অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা। এ সভার আয়োজন করে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন।
|আরো খবর
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় শহরের রসুইঘর চাইনিজ এন্ড পার্টি সেন্টারে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন।
চাঁদপুর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জজ কোর্টের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) সিরিন আক্তার সুমি, মেঘনা থিয়েটারের সাবেক সভাপতি তবিবুর রহমান রিংকু, নটমঞ্চের প্রতিষ্ঠাতা পিএম বিল্লাল ও স্বপ্ন কুঁড়ি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুনতানা আক্তার সেতু।
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব ছায়েদ লিটন, সংগঠনের সাধারণ সম্পাদিকা মানসুরা আক্তার কাজলসহ নতুন কুঁড়ি সংগঠনসহ চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, চাঁদপুরে সংস্কৃতি চর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামীতে আরও বড় আয়োজন করা সম্ভব হবে। সমাজে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে সংস্কৃতি সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মত দেন বক্তারা।
অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের কর্মীরা নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে সাংস্কৃতিক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়।