সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২২:০৬

লোটাস-বাড চ্যারিটি ফোরামের আয়োজনে

নামাজ, কোরআন তিলাওয়াত এবং সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি
নামাজ, কোরআন তিলাওয়াত এবং সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা

মতলব দক্ষিণ উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরামের উদ্যোগে পবিত্র রমজানকেন্দ্রিক নামাজ, কোরআন তিলাওয়াত এবং সিরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকালে উপজেলার নারায়ণপুর পৌরসভার কালিকাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোটাস-বাড চ্যারিটি ফোরামের সভাপতি মো. রাসেল মাহমুদের সভাপ্রধানে এবং সাবেক সভাপতি বশির আহমেদ ও শিক্ষা বিভাগের পরিচালক বুলবুল আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শতভাগ শিক্ষার্থী নির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরামের কার্যক্রম অন্যদের চেয়ে আলাদা। ফলে এই সংগঠন মেধাবীদের সংগঠনে পরিণত হয়েছে। তারা সামাজিক স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে অনেক বেশি কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এই সংগঠন মাদক ও ইভটিজিংমুক্ত মেধাবী তারুণ্য তৈরি করার কর্মসূচি দিয়ে স্থানীয় এবং জাতীয়ভাবে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. আসাদুজ্জামান, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পর্যবেক্ষক তামজিদ মির্জা, সাবেক সহ-সভাপতি ইমরান নাজির, সাবেক সভাপতি নাজমুল হাসান এবং বর্তমান সাধারণ সম্পাদক সজিব আহমেদসহ বিভিন্ন ব্লকের পরিচালক ও সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়