শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:১১

অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মদিনে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মদিনে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

‘ভালোবাসাই শক্তির উৎস’ এ স্লোগান নিয়ে মিঠুন ফ্রেন্ডস্ এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বৃক্ষ রোপণ অভিযানের অংশ হিসেবে বাংলা ও বাঙালির গৌরব ও গর্ব মুম্বাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর শুভ জন্মদিন উপলক্ষে ১৬ জুন বুধবার বেলা ১১টায় চাঁদপুর শহরের বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত কর্মসূচি পালন করা হয়। মিঠুন ফ্রেন্ডস্ এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি পলাশ কুমার দে’র উপস্থাপনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাবুরহাট সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল্লাহ খান। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে আমাদের দেশ চরম ঝুঁকিতে রয়েছে। প্রকৃতিতে বৃক্ষই একমাত্র প্রজাতি যারা ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে আমাদের বাঁচার প্রধান উপাদান অক্সিজেন সরবরাহ করে এবং বৈশ্বিক উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করে। শুধু গাছ লাগালেই হবে না তার সুষ্ঠু পরিচর্যা করতে হবে। বর্ষার এই মাসই গাছ লাগানোর উপযুক্ত সময়, তাই সকলে একটি করে হলেও গাছ লাগান। নানা অজুহাতে বৃক্ষ নিধন এবং বনাঞ্চলগুলো ধ্বংস করার কারণে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। বৃক্ষ নিধনযজ্ঞ বন্ধ না হলে শুধু চারা রোপণ করে পৃথিবীকে বাঁচানো যাবে না বলেও বক্তাগণ অভিমত ব্যক্ত করেন। এ সময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, জেলা কমিউনিটি পুলিশিং-এর সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র রায়, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাইনুল ইসলাম মমিন, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষিকা ফাতেমা তুজ জোহরা, কবি ও সাহিত্যিক মোখলেছুর রহমান ভুঁইয়া, সমাজকর্মী ও সাংবাদিক শরীফুল ইসলাম, সংগঠনের সদস্য ডিকে সোলাইমান, কাকন খান, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ তালুকদার।

অনুষ্ঠানে করোনাকালে সুরক্ষিত ও নিরাপদ থাকার জন্য উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করেন সুফি খায়রুল ইসলাম খোকন।

উল্লেখ্য, মিঠুন ফ্রেন্ডস্ এসোসিয়েশন চাঁদপুরে ১৯৯৭ সাল থেকে প্রতি বছর স্কুল, কলেজ বিদ্যালয়ে ১৬ জুন বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়