বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ১৯:৩৮

কারিনার গাড়িচাপায় ফটোসাংবাদিক আহত

অনলাইন ডেস্ক
কারিনার গাড়িচাপায় ফটোসাংবাদিক আহত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের গাড়িচাপায় আহত হয়েছেন এক ফটোসাংবাদিক। জানা যায়, সম্প্রতি দুর্ঘটনায় আহত বান্ধবী মালাইকা আরোরাকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন কারিনা। সেখানে থেকে বাসায় ফেরার সময় তার গাড়িচাপায় ওই ফটোসাংবাদিক আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কারিনার ছবি তুলতে গেলে হুড়োহুড়িতে দুর্ঘটনার কবলে পড়েন ওই ফটোসাংবাদিক।

এরই এই ঘটনার সময়কার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, মালাইকার বাড়ি থেকে বের হওয়ার পর কারিনার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সাংবাদিকরা। তখনই অভিনেত্রীর গাড়ির চাকা উঠে যায় একজনের পায়ের উপর। সেসময় গাড়ির বাইরে ছিলেন কারিনা। বিষয়টি দেখে চিৎকার করে উঠেন তিনি!

ড্রাইভারের উদ্দেশে কারিনা বলেন, ‘পিছনে যাও’। খানিক দাঁড়িয়ে যান সাংবাদিকের কাছে। আহত চিত্র সাংবাদিক ঠিক আছেন কিনা সেই খোঁজও নেন কারিনা। পর ঘটনার গুরুত্ব বুঝে আস্তে-আস্তে হেঁটে গাড়িতে উঠে চলে যান।

সে সময়কার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে অনেকের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

উল্লেখ্য, গত শনিবার রাতে মুম্বাই-পুনে হাইওয়ে এক্সপ্রেসের খোপোলির কাছে দুর্ঘটনার কবলে পড়ে মালাইকা আরোরার গাড়ি। এতে আহত হন অভিনেত্রী। জখম গুরুতর না হলেও তাকে ভর্তি হতে হয় হাসপাতালে। সেখানে চিকিৎসা নিয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছেন তিনি। তাকে দেখতে গিয়েছিলেন কারিনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়