প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২১:১৭
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার (১১ জানুয়ারি ২০২৬) কলেজ প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর একেএম মান্নান, অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো. হাসান শাহরিয়ার।
প্রতিযোগিতায় দৌড়, হাড়িভাঙ্গা, চেয়ার দখল, ভারসাম্য রক্ষা দৌড়, ক্রিকেট এবং ব্যাডমিন্টনসহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক হবে। এছাড়া তিনি নৈতিক উন্নয়নের প্রতি জোর দেন।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে খেলাধুলার গুরুত্বের পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করার পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, দুই বছর কষ্ট করে যদি সারাজীবন সুখে থাকা যায়, তাহলে এই দুই বছর কষ্ট করার আহ্বান রইলো। এছাড়া ড্যাফোডিল গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে চাঁদপুরে এতো সুন্দর শিক্ষার পরিবেশ তৈরির জন্যে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানের সভাপতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর-এর অধ্যক্ষ মো. শিবলী সাদিক বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উদ্দেশ্য শতভাগ পাস, গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ এবং আলোকিত মানুষ বিনির্মাণ। তিনি আরও বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কার্যক্রম অব্যাহত থাকবে।








