শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:৪৬

মতলব উত্তরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে মতলব উত্তর উপজেলায় মাওলানা আরিফ উল্লাহ (রা.) ও মাওলানা কুদরত উল্লাহ (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকালে ফরাজীকান্দি ইউনিয়নের ছোটহলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরীক্ষায় মতলব উত্তর উপজেলার মোট ৪১টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

পরীক্ষা শেষে বিকেলে ছোটহলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি পরীক্ষায় বিভিন্ন গ্রেডে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

মাওলানা আরিফ উল্লাহ (রা.) ও মাওলানা কুদরত উল্লাহ (রা.) ফাউন্ডেশনের সভাপতি দেলোয়ার হোসেন দানেশের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন প্রকৌশলী নূর মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আব্দুল বাতেন মাস্টার, তারিকুল ইসলাম তারেক, আক্কাস খান, মো. নূরে আলম সিদ্দিক, মনির হোসেন সরকার মনু, ইঞ্জি. সায়েদুল ইসলাম খান ও অধ্যাপক কামরুজ্জামান সিকদার।

সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন দানেশ বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সব শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষা নেওয়া নয়, বরং বৃহত্তর মতলবে শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ভবিষ্যতে একটি মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তোলা। আগামী দিনগুলোতে উপজেলার শিক্ষার মানোন্নয়নে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এ সময় ওয়াদুদ সরকার বাপক, আবুল কালাম আশিক, পনির সরকার ও রুহুল আমিন সরকার আশিক সরকার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়