রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৪১

হাজীগঞ্জে মরহুম আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে মরহুম আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা

হাজীগঞ্জে মরহুম আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের আল বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন হয়। ২০০৫ সাল থেকে বিরতিহীনভাবে চলমান এ বৃত্তির আয়োজক প্রতিষ্ঠান হলো মরহুম আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশন। এর সার্বিক ব্যবস্থপনায় থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার জানান, ধারাবাহিকভাবে চলে আসা এই বৃত্তি পরীক্ষায় এবার হাজীগঞ্জ উপজেলার ৬১টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪৬৮ জন অংশ নিয়েছে। এর মধ্যে ১৩০ জনকে বৃত্তি প্রদান তথা নগদ অর্থ ও সাটিফিকেট প্রদান করা হবে। এই পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন আল বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান।

পরীক্ষা কেন্দ্রে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম মানিক, প্রধান শিক্ষক সাইদুল বাসার জুয়েল, রৌশন আরা, শিক্ষক নেতা মাওলানা জাহাঙ্গীর, হাফেজ আহমেদ কাঞ্চন, বেলাল হোসেন, মহিউদ্দিন পাঠান, ওমর ফারুক, নুরুল হুদা, পালিশারা মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক সভাপতি মনসুর আহমেদ বিপ্লব প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়