প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৬
মতলবে আদর্শ স্কুলে পুরস্কার বিতরণীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. শফিকুর রহমান
ইসলামের অনুশাসন, সমাজে ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের সৎ-যোগ্য নাগরিক গঠনে বিদ্যালয়টি স্থাপিত হয়েছে

বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান বলেছেন, ইসলামের অনুশাসন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক গঠনের লক্ষ্যে আদর্শ স্কুল মতলব স্থাপিত হয়েছে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করতে হবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের ব্যক্তিত্ব গঠনের এক অনন্য মাধ্যম। খেলোয়াড়দের মধ্যে গড়ে উঠে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং সহনশীলতা—যা একজন মানুষকে জীবনের প্রতিটি পর্যায়ে সফল হতে সহায়তা করে। শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও ব্যাপকভাবে সম্পৃক্ত হতে হবে। এই ধারাবাহিকতা আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলবে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে।
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে মতলব আদর্শ স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রহিম সরকারের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. সালেহ আহমেদ ও সহকারী শিক্ষক মো. কবির দেওয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা। বক্তব্য রাখেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, ইসলামী সোসাইটির সদস্য মো. নুরুজ্জামান, মো. শরীফ উল্যাহ পাটওয়ারী, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মুজাম্মেল হক মিয়াজী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওয়াহিয়া জান্নাত, সুমাইয়া আক্তার ও উম্মে হাবিবা মাইশা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী হাফেজ মো. তাহসিনুর রহমান।অনুষ্ঠানে ইসলামী সোসাইটির সদস্য মো. মিজানুর রহমান, সমাজসেবক সাইয়্যেদুর রহমান, মো. হোসেন মজুমদার, শহীদ উল্লাহ মুজমদার, মো. কামরুল ইসলামসহ স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।








