প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০১:১৯
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মুহিত-সিয়াম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর ১৫তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুহিত খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হোসেন সিয়াম। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ মিলনায়তনের ২নং গ্যালারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহপরান হোসাইন। এছাড়া সহ-সভাপতি পদে কারিমা ইসলাম তরী ও রবিউল হোসাইন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম, মো. বোরহান উদ্দিন, রাফেজা আক্তার রিপা, আল মাহমুদ, আব্দুল্লাহ আল মাহদী, হুমায়ূন মিজি, মো. মহিউদ্দিন গাজী, আবু ছায়েদ, মো. জাফর সাদেক খান, মো. নুরউদ্দিন পাটওয়ারী, মো. ইসমাইল সর্দার, জান্নাতুল ফেরদৌস মুক্তা, জাকিয়া সুলতানা শিমু নির্বাচিত হয়েছেন।
|আরো খবর
সাংগঠনিক সম্পাদক হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবু সাইদ (কামরুল) এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিব আরমান নির্বাচিত হয়েছেন।
এর আগে সকালে ১৪তম কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ১৪তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইলিয়াস-এর সভাপতিত্বে এতে বার্ষিক আর্থিক হিসাব বিবরণী উপস্থাপন করেন সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক।
নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ৪র্থ কার্যনির্বাহী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম ফিরোজ, ৬ষ্ঠ পরিষদের সভাপতি দিদারুল আলম সজল, ৭ম পরিষদের সভাপতি মুনীর উদ্দিন মাহমুদ সোহান, ১০ম পরিষদের সভাপতি মো. ফারুকুল ইসলাম, ১১তম পরিষদের সভাপতি মোহাম্মদ মোদ্দাচ্ছির হোসাইন, ১৩তম পরিষদের সহ-সভাপতি মাইনুদ্দিন খান, মাহমুদুল হাসান আজিম, নিজাম উদ্দিন ফরশ।
ডিসিকে/এমজেডএইচ







