শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ২১:১২

বৈষম্য অবসানের দাবিতে চাঁদপুরে সরকারি কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বৈষম্য অবসানের দাবিতে চাঁদপুরে সরকারি কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচি

চাঁদপুর সরকারি কলেজে 'No Permission, No Work' স্লোগানকে ধারণ করে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। তাদের এই কর্মসূচির প্রতি সম্মতি জানিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষকরাও অংশগ্রহণ করেছেন।

গত চার দিন ধরে সারাদেশের মতো চাঁদপুরেও সরকারি কলেজের শিক্ষকরা একই দাবিতে কর্মসূচি পালন করছেন। শুধু প্রভাষকরাই নয়, শিক্ষকদের অন্যান্য সহকর্মী, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ অন্যান্য শিক্ষকও এ দাবিকে যৌক্তিক বলে একাত্মতা প্রকাশ করেছেন। শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষকদের দাবির প্রতি সম্মতি জানিয়েছেন।

শিক্ষকরা জানান, বিসিএস ৩২ থেকে ৩৭ তম ব্যাচের প্রভাষকরা যথাযথ নিয়ম-কানুন ও প্রক্রিয়া সম্পন্ন করেও দীর্ঘ ১২ বছর ধরে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও প্রাপ্য পদোন্নতি না পাওয়াকে বৈষম্য হিসেবেই দেখছেন। বর্তমানে দ্রুত পদোন্নতি দেওয়ার জন্যে সরকারের কাছে দাবি করেছেন ।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা নিয়মিত শ্রেণির ক্লাস ও পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্ব থেকে বিরত রয়েছেন। ফলে অনেক শিক্ষার্থী কলেজে আসলেও ক্লাস হওয়ায় না হওয়ার দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন। শিক্ষকরা বলেন, অন্যান্য ডিপার্টমেন্টের নির্ধারিত সময়ের মধ্যেই পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারের প্রভাষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত এ বৈষম্যের অবসান চান। শিক্ষকদের দাবি সরকার দ্রুত পদক্ষেপ নিলে সমস্যার সমাধান সম্ভব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়