বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৪

কচুয়া ইউএনও তিন প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষার মানোন্নয়নে জোর

মো. নাছির উদ্দিন
কচুয়া ইউএনও তিন প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষার মানোন্নয়নে জোর
কচুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পরিদর্শন করছেন ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়, মনোহরপুর ফাজিল মাদ্রাসা ও কহলথুরি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী শ্রেণিকক্ষ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, উপস্থিতি ও শ্রেণির পরিবেশ ঘুরে দেখেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষকরা যদি আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন, তবে বিদ্যালয় একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। তিনি আরও বলেন, বিদ্যালয় শুধু পাঠদানের কেন্দ্র নয়, এটি চরিত্র গঠনেরও স্থান। তাই শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে তাদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়