বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০০:০৮

৬০তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও স্মৃতিচারণ

চৌধুরী ইয়াসিন ইকরাম
৬০তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও স্মৃতিচারণ
ক্যাপশন – ৬০তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের আয়োজনে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ছবি : ইয়াসিন ইকরাম।

৬০তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের আয়োজনে মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৬০তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইলিশ চত্বরের সামনে এসে শেষ হয়।

IMG-20251118-WA0164

র‍্যালি শেষে সন্ধ্যায় স্টেডিয়াম রোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটা ও স্মৃতিচারণের আয়োজন করা হয়। স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. পেয়ার আহমেদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার বিষয়ে যে কোনো সেবায় আমার সহযোগিতা থাকবে। এখানে বসলে মনে হয় বিশ্ববিদ্যালয়ে বসেই আড্ডা দিচ্ছি। অনুষ্ঠানে আসলে সবার সাথেই সব ধরনের বিষয়ে আলোচনা হয়।

তিনি আরও বলেন, মানবকল্যাণে কাজ করার জন্য আমরা চেষ্টা করছি। আজকে আমার এখানে পরিচয়- আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমরা সবাই ভাই। আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমানদের সেবায় আসতে পারি নিজের কাছে ভালো লাগবে। আমি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ফুটবল খেলতাম, আমার গোলে আমার বিভাগ জয়ী হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের সভাপতি অ্যাড. কামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও চাঁদপুর পৌরসভার প্রশাসক ও ডিডি এলজি মো. গোলাম জাকারিয়া, উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এনএসআই-এর পরিচালক আবু আবদুল্লাহ, কোর্ট ইন্সপেক্টর শহীদ উল্লাহ পিপিএম, অ্যাড. মোবারক হোসেন, অ্যাড. সহিদুল হক খান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ খান, কোষাধ্যক্ষ অ্যাড. এ. জেড. এম. রফিকুল হাসান রীপন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছামাদ খান রাজন, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. ওমর ফারুক টিটু, দপ্তর সম্পাদক অ্যাড. ভাস্কর দাস, প্রচার সম্পাদক রাকিব হোসেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আনিছুর রহমান, অ্যাড. ফরিদা ইয়াসমিন আলো, ছালেহা আক্তার রানু, তারিকুল ইসলাম তারেক, কাউছার আহমেদ, বিল্লাল পাটওয়ারী, আহসান হাবীব, সালাউদ্দিন মোল্লা, মফিজউদ্দিন, তৈয়ব মাহমুদ খান, মহিউদ্দিন পলাশ, অ্যাড. আরিফ রাব্বানী, মনিরুল হক পাটোয়ারী, আলমগীর গাজী, মো. এমরান হোসেন, সাইফুজ্জামান, মাসুদ আলম, অ্যাড. শাহাদত সরকার শাওন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়