রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২১:৩৫

হাইমচরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা

মো. সাজ্জাদ হোসেন রনি।
হাইমচরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৫ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা ২০২৫। হাইমচর উপজেলার ১৩টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্লে-নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়। পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে আদর্শ শিশু নিকেতন, হাইমচর আইডিয়াল স্কুল, হাইমচর মডেল স্কুল, জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতন, মা কচি-কাঁচা কিন্ডারগার্টেন, ছোট লক্ষ্মীপুর আলিমুননেছা মডেল স্কুল, সানরাইজ কিন্ডারগার্টেন, শাহসূফি আদর্শ একাডেমি, এমজেএসকেএস বিদ্যা নিকেতন, মডার্ন শিশু একাডেমি, বর্ণমালা একাডেমি, আল আকসা মডেল একাডেমি এবং গরম বাজার আইডিয়াল একাডেমি।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আদর্শ শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এবং হাইমচর থানা পুলিশের কর্মকর্তারা। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার সভাপতি মো. তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মো. হাফিজুর রহমানের পরিচালনায় পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষার কেন্দ্র সচিব ছিলেন আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। এ সময় ছোট লক্ষ্মীপুর আলিমুননেছা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. শাহাদাত হোসাইন সাদ্দামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়