বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২৩:১৮

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

দুপুর ১২টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে আমি সব সময় উৎসাহ প্রদান করে আসছি। তাদের পাশে থাকার চেষ্টা করে আসছি। বিশেষ করে অটিস্টিক শিশুদের জন্যে সমাজের সকলের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। তাদেরকে এই খেলাধুলার মাধ্যমে উৎসাহিত করে রাখতে হবে।

তিনি আরও বলেন, যারা আমরা সচেতন রয়েছি, যারা আমরা বিত্তবান রয়েছি, তারা সবাই এদের পাশে এসে দাঁড়ানো উচিত। বুদ্ধি প্রতিবন্ধীরা জাতীয় পর্যায়েও কয়েকবার পুরস্কার পেয়েছিলেন। তাই তাদের মধ্যে থাকা প্রতিভাকে ফুটিয়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম।

প্রতিযোগিতায় বিজয়ী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদীসহ অন্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনওয়ার কানন, জেলা বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্যাপি আক্তার, শিক্ষক সমির বাবু, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী, সহকারী শিক্ষক আর্শেদা বেগমসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থীরা। সূত্র : দৈনিক চাঁদপুর খবর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়