প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৭:০৮
চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

বাড়িভাড়া বাড়ানোর দাবি ও শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন আন্দোলনরত শিক্ষকরা। এই কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরেও আন্দোলনরত শিক্ষকদের কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
|আরো খবর
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। এতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে শিক্ষকদের এ কর্মবিরতির খবর নিশ্চিত হওয়া গেছে।
পুরাণবাজার মধুসূদন হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জানায়, শিক্ষকরা ক্লাসে না আসায় কর্মবিরতির কথা শুনে স্কুলে যাবার একঘন্টার মধ্যে বাসায় চলে এসেছি।
ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, তাদের ফেসবুক স্ট্যাটাসে লিখেন, কর্মবিরতি চলছে, চলবে। ২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। সকল শিক্ষক সেই দাবিতে কর্মবিরতি পালন করছে।