মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২:০৭

আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে

টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গভীর  নলকূপ  স্থাপন

সোমবার

(১৮ আগস্ট ২০২৫) টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল শিক্ষার্থী, শিক্ষক এবং পথচারীদের জন্যে বিশুদ্ধ পানির গভীর নলকূপ চালু করা হয়েছে। এমন নলকূপ দীর্ঘদিনের চাহিদা ছিলো। তারই প্রেক্ষিতে এগিয়ে আসেন টামটা গ্রামের কৃতী সন্তান আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ইউসুফ মিয়াজি।

কুয়েতে ইউসুফ মিয়াজি সানাড রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশন স্পেয়ার পার্টস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বরত আছেন।

তিনি ভবিষ্যতেও এ সকল সামাজিক কাজে আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাথে সংযুক্ত থাকবেন বলে জানিয়েছেন।

গভীর নলকূপটি চালুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন-নূর ইসলামি পাঠাগারের সেক্রেটারি আব্দুর রহমান আরজু , সহ-সেক্রেটারী মারুফ মজুমদার, সহ-অফিস সম্পাদক তানভির , প্রচার সম্পাদক দিদার হোসাইন, পাঠাগারের উপদেষ্টা ইকবাল পাটোয়ারী , ডা. আনোয়ার হোসেন ও আব্দুল আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মাহবুব আলম ও আক্তার হোসেন শিহাব। টামটা স্কুলের শিক্ষার্থীরাও এ অনুষ্ঠানে অংশ নেয়। টামটা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লা ও সহকারী শিক্ষকগণ এ অনুষ্ঠানের মাধ্যমে ইউসুফ মিয়াজি এবং আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষের সদস্যদের ধন্যবাদ জানান।

ছাত্রনেতা মাহবুব আলম বলেন, এই গভীর নলকূপটির মাধ্যমে দাতা ব্যক্তি এবং সংগঠন সাদকায়ে জারিয়া হিসেবে মৃত্যুর পরবর্তী সময়েও সওয়াব অর্জন করবেন।

দোয়া ও মোনাজাতের পর টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্ল্যা বিএসসি, বিএড গভীর নলকূপটি চেপে এর কার্যক্রম চালু করেন।

উল্লেখ্য, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মূল গেটটি নির্মাণ করে দিয়েছেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, এসএসসি ১৯৯৭ ব্যাচের রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়। তিনি শাহরাস্তি উপজেলার পৌর ১১ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি সৌদি আরবের রিয়াদ প্রবাসী, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬-এর প্রতিষ্ঠাতা সভাপতি, সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্রের মার্কেটিং ডিরেক্টর, এশিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি। নাট্যকার, অভিনেতা, সাংবাদিক ও লেখক হিসেবেও রয়েছে তার পরিচিতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়