রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৫

কচুয়ায় তিন কলেজ শিক্ষার্থীর করোনা পজিটিভ : ছাত্রীনিবাস বন্ধ ঘোষণা

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় তিন কলেজ শিক্ষার্থীর করোনা পজিটিভ : ছাত্রীনিবাস বন্ধ ঘোষণা

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আকলিমা আক্তার (১৭), দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত আক্তার (১৭) ও ফাতেমা আক্তার নিশি (১৮) নামের তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে।

গত সোমবার কলেজ ছাত্রীনিবাসের ৫০ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করানো হয়। বুধবার উক্ত ৩ শিক্ষার্থীর করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পরপরই কলেজ কতৃপক্ষ অভিভাবকদের ডেকে এনে তাদেরকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেনটাইন নিশ্চিত করে পাঠিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম জানান, ৩ শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পর মাধ্যমিক উচ্চ শিক্ষা শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র নির্দেশে গতকাল বৃহস্পতিবার কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা শনাক্ত শিক্ষার্থীদের পরিবারেরকেও করোনা পরীক্ষা করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। তাদের সাথে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে কলেজের তিন শিক্ষার্থী করোনা শনাক্তের খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার মাউশির উপ-পরিচালক প্রফেসর সমষ্কর চৌধুরী, জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশ্রাফ খান কলেজটি পরিদর্শন করেন।

তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনায় সতর্ক থাকার জন্য নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়