বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৯:৪৬

চাঁবিপ্রবি শিক্ষকদের নামে ফেইক আইডি দিয়ে গুজব ছড়ানোর বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
চাঁবিপ্রবি শিক্ষকদের নামে ফেইক আইডি দিয়ে গুজব ছড়ানোর বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার পর থেকে সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। একটি সুবিধাবাদী চক্র এই ইস্যুকে সামনে রেখে বিভিন্ন চক্রান্তে লিপ্ত হচ্ছে।

সম্প্রতি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন কর্মকর্তার অস্থায়ী নিয়োগকে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। একটি চক্র এই কর্মকর্তার অস্থায়ী নিয়োগের ইস্যুর সাথে বিশ্ববিদ্যালয়ের স্থায়ীভাবে কর্মরত শিক্ষকদের নামে গুজব ছড়িয়ে গণহারে সবাইকে ছাত্রলীগ ট্যাগ দেয়ার চেষ্টা করে যাচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ফেইক আইডি যথাক্রমে 'জনগণের কথা', 'সুরাইয়া জান্নাত ববিতা' এবং 'জাকিয়া সুলতানা' থেকে ক্রমশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন মিথ্যা পোস্ট এবং বিভিন্ন পোস্টে কমেন্ট করছে। ভুল তথ্য সমৃদ্ধ বিভিন্ন ধরনের এডিট করা ছবি প্রচার করে শিক্ষকদের ইমেজ নষ্ট করছে এবং তাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগের ট্যাগ দিচ্ছে।

শিক্ষকদের সম্মানহানির ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা এবং ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের সম্মানহানি করার ঘটনায় ফেইক আইডি এবং ফেইক পোস্ট ও কমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ওমর লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পা ম্যাম এবং প্রভাষক বায়েজিদ আহমেদ রনি স্যারের বিরুদ্ধে কিছু উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা এবং অপমানজনক মন্তব্য ছড়ানো হয়েছে। আমরা বিভাগের সচেতন শিক্ষার্থীরা এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করছি।

চাঁবিপ্রবির শিক্ষার্থী আল আমীন তার ফেসবুক ওয়ালে লিখেন,

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দুই প্রিয় শিক্ষককে নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। আমাদের এ ২জন শিক্ষক ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কাছে কতোটা জনপ্রিয় তা ডিপার্টমেন্টে খোঁজ নিলে দেখা যাবে। আমাদের শিক্ষকেরা শিক্ষাদানের ক্ষেত্রে অত্যন্ত নিষ্ঠাবান, সৎ এবং শিক্ষার্থীবান্ধব। আমরা তাঁদের পেশাগত ও নৈতিক মান সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং তাঁদের নামে সকল ধরনের অপবাদ সম্পূর্ণ মিথ্যা। এসব মিথ্যা অপবাদ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সম্মানিত শিক্ষকদের মানহানি করার চেষ্টা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। আমরা শিক্ষার্থী হিসেবে এ সকল মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপবাদের তীব্র নিন্দা জানাই। আমরা শিক্ষার্থীরা গুজবে নয় সত্যে বিশ্বাসী।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী এরশাদ লিখেন,

আমি গভীর উদ্বেগ ও দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানিত দুজন শিক্ষককে নিয়ে ফেসবুকে ফেইক আইডি দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপবাদ এবং বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপবাদ সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য। আমাদের শিক্ষকেরা শিক্ষাদানের ক্ষেত্রে অত্যন্ত নিষ্ঠাবান, সৎ এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেন। আমি তাঁদের পেশাগত ও নৈতিক মান সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং এই অপবাদের তীব্র প্রতিবাদ জানাই। একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করি। তাঁরা আমাদের শুধু পড়াশোনার দিকেই নয়, নৈতিক দিকেও পথ দেখিয়েছেন। এই মিথ্যা অপবাদ আমাদের ব্যথিত করেছে। আমি সকলের কাছে অনুরোধ জানাই— সত্য-মিথ্যা যাচাই না করে কোনো গুজবে কান না দিতে এবং সম্মানিত শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষায় যেনো আমরা ঐক্যবদ্ধ থাকি।

এই ঘটনার বিষয়ে জানতে চাইলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. বাইজীদ আহম্মেদ রনি বলেন, আমরা সম্প্রতি জানতে পেরেছি ৩টি ফেইক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ছবি ব্যবহার করে মন্তব্য এবং গুজব ছড়ানো হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অত্যন্ত মেধাবী এবং তাঁরা পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন। প্রচারিত ফেসবুক পোস্টে এবং কমেন্টে বিভিন্ন ছবি এনালাইসিস করে মনে হয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং বিভিন্ন এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ছবিগুলো তৈরি করা। সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য এবং ছবি ব্যবহার করে গুজব ছড়ানো ও বিভ্রান্তি তৈরি করা সাইবার ক্রাইম হিসেবে গণ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানিত শিক্ষকদের নামে প্রচারিত ভুয়া এবং মিথ্যা তথ্যে আমাদের বিভ্রান্ত হওয়া যাবে না। শিক্ষকদের নামে গুজবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থাগ্রহণ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়