বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৮

রাজারগাঁওয়ে 'সূর্যোদয়ে'র মেধা বৃত্তি পরীক্ষা

আলমগীর কবির
রাজারগাঁওয়ে 'সূর্যোদয়ে'র মেধা বৃত্তি পরীক্ষা
রাজারগাঁও সূর্যোদয় ছাত্র ও সমাজকল্যাণ সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান। ছবি : আলমগীর কবির।

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে সূর্যোদয় ছাত্র ও সমাজকল্যাণ সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সংঘের সভাপতি মো. আব্দুল আজিজের সার্বিক পরিচালনায় সংঘের শিক্ষা সম্পাদক মো. ইসমাইলের তত্ত্বাবধানে মেধা যাচাই পরীক্ষা-২০২৪ গত শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ৪২৮ জন ছাত্র-ছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় রেজিস্ট্রেশনভুক্ত হয় ৪৪৬ জন ছাত্র-ছাত্রী।

পরীক্ষার হল পরিদর্শন ও পরীক্ষা পরিচালনা পরিষদের সদস্যদের সাথে রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি এই আয়োজনে সূর্যোদয়ের সবাইকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন সূর্যোদয় ছাত্র ও সমাজকল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা প্রফেসর মো. হানিফ মিয়া, সাবেক সভাপতি মো. টিপু সুলতান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান চৌধুরী, ইউপি সদস্য মো. আ. জলিল, সূর্যোদয় ছাত্র ও সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়