প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৬
১৭ মাস পর ‘উপস্থিত স্যার’

১৭ মাস পর "উপস্থিত স্যার"শব্দটি শুনলেন শিক্ষকরা। রোববার ক্লাসে রোল কল করার পর শিক্ষার্থীদের মধ্যে কেউ বলছে "উপস্থিত স্যার",কেউ বছে"জ্বি স্যার"। রোল কলে অনেকটাই মুখরিত শ্রেনি কক্ষ। এতে শিক্ষকদের মনে পুরনো আমেজ ফিরে এসেছে। শিক্ষার্থিরাও আপ্লুত। বলছিলেন হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমর কৃঞ্চ শীল।
|আরো খবর
পরীক্ষার্থী মিতু জানান,আজকের মতো এতো আনন্দ আগে কথনো পাইনি। স্কুল খুলেছে,স্বাভাবিক ক্লাশ হচ্ছে,রোল কল করেছে স্যারেরা,বান্ধবীদের সাথে দেখা হয়েছে,এ আনন্দ বুঝাতে পারবো না। সকাল সাড়ে ৮টায় বিদ্যালয়ের গেটে টেবিলে হ্যান্ড স্যানিটাইজার,মাস্কসহ নানান উপকরন রাখা হয়েছে। বিদ্যালয়ের গেটে শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে অভিনন্দন জানিয়ে ব্যানার টানানো হয়েছে।
বিদ্যালয় সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরন করে কুশলাদি বিনিময় করছেন।স এ বিদ্যালয়ে সকাল ৯ টায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাশ ,১১ টায় ১০ ম শ্রেনী ও বেলা ১ াটা সপ্তম শ্রেনীর ক্লাশ চলবে।