শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০২:০৫

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে প্রতিটি শ্রেণিকক্ষে ২শ' আসনের বিপরীতে বসবে ৭৫ জন

স্টাফ রিপোর্টার
কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে প্রতিটি শ্রেণিকক্ষে ২শ' আসনের বিপরীতে বসবে ৭৫ জন
কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ

১২ সেপ্টেম্বর খুলছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সারাদেশের ন্যায় শেষ মূহুর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে চাঁদপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ সরকারের ১৯ দফা নির্দেশনা মেনে আগামীকাল প্রতিষ্ঠান খুলতে কাজ করছে কলেজের শিক্ষক কর্মচারিগণ।

কলেজ থেকে জানা যায়, স্বাস্থ্যবিধি যাতে কোন ভাবেই বিঘ্নিত না হয় সে কারণে কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ে শিক্ষা শাখার শিক্ষার্থীদের দু'টি দলে বিভক্ত করে মোট ৬টি ক্লাসে পাঠদান করানো হবে। কলেজের বড় ৬টি কক্ষে যেখানে ২শ' জন শিক্ষার্থীর আসন বিন্যাস রয়েছে সেখানে বসবে মাত্র ৭৫ জন শিক্ষার্থী। ৫ ফুটের বড় ব্যাঞ্চ গুলোতে দুই পাশে দুই জন করে বসানোর প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কলেজের গণিত বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ চাঁদপুর কণ্ঠকে জানান, ৯ তারিখ আঞ্চলিক জুম মিটিংয়ে আমাদের বিস্তারিত নির্দেশনা দেয়া হয়। সে লক্ষ্যে কাজ করছি আমরা। সকাল সাড়ে ৯টায় কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। কলেজের মূল গেট খোলা হবে সকাল ৯টা ২০ মিনিটে।

ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে স্কুলের মূল গেইট। আবার ক্লাস শেষে ছুটির সময় খোলা হবে মূল গেইট। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সারিবদ্ধ ভাবে বিদায় দেয়ার পর একই নিয়মে প্রবেশ করানো হবে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের। তাদেরকেও পড়তে হবে মাস্ক, মানতে স্বাস্থ্যবিধি। হ্যান্ড ওয়াশের মাধ্যমে শ্রেণিকক্ষে প্রবেশ করবে শিক্ষার্থীরা। অধ্যক্ষের নেতৃত্বে কলেজের সকল শিক্ষক পুরো বিষয়টি মনিটরিং করবেন। কোথাও স্বাস্থ্যবিধি বিঘ্নিত হওয়ার শঙ্কা থাকলে দ্রুততম সময়ের মধ্যে নিরসন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়