শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ২০:৫৭

সভাপতি মোস্তফা মাল সাধারণ সম্পাদক কবির সরকার

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ ব্যুরো
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি অবৈধ উপায়ে করা হয়েছে দাবি করে কমিটি বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন হয়েছে। কলেজ ক্যাম্পাসে রোববার (১৭ নভেম্বর) সকালে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই কলুষমুক্ত একটি কমিটি। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যেই কমিটি অনুমোদন দিয়েছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। কারণ, এই কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর খাজে আহমেদ মজুমদারের নাম সংযুক্ত করার মাধ্যমে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তড়িঘড়ি করে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় খাজে আহমেদ মজুমদারের নাম পরিবর্তন করে। তবে এখনো ওই কমিটিতে খাজে আহমেদের নাম সাধারণ সদস্য হিসেবে রয়েছে। আমরা এই অবৈধ কমিটি মানি না। অবিলম্বে এই কমিটি বাতিলপূর্বক ফরিদগঞ্জের পূর্বাঞ্চলবাসীর শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং প্রখ্যাত চিকিৎসক ও শিক্ষানুরাগী ডা. আবুল কালাম আজাদকে সভাপতি করার দাবি জানাই। এর অন্যথা হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো। মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, অভিভাবক ও বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বাবুল মন্ডল, যুবদলের যুগ্মআহ্বায়ক হেলাল মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়েজ মিজি ও শিক্ষার্থী মেহেদী হাসান, স্থানীয় বাসিন্দা সৈকত ভূঁইয়াসহ অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়