প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০২:০১
তিন শ্রেণির শিক্ষার্থীদের দশ শ্রেণিতে বিভক্ত করেছে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ
করোনাকালীন সময়ে প্রথমবারের মত খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নির্দিষ্ট দূরুত্বে আসন বিন্যাস করতে গিয়ে তিন ক্লাসের শিক্ষার্থীদের দশ ক্লাসে বিভক্ত করেছে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ।
|আরো খবর
একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যাসায় শিক্ষা এই তিনটি বিভাগের শিক্ষার্থীরা স্বাভাবিক সময়ে তিনটি পৃথক কক্ষে ক্লাস করলেও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দুই ভাগে, মানবিক ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের ৪ ভাগ করে ৮ ভাগে বিভাজন করা হয়েছে। সরকার নির্দেশিত নিয়মেই এ বিভাজন করা হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ।
শিক্ষার্থীদের বরণের বিষয়ে তিনি বলেন, প্রবেশ পথ থেকে সিরিয়ালে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করানো হবে। পথিমধ্যে স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে। একাদশ শ্রেণির ছুটির আধাঘণ্টা পর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একই নিয়মে প্রবেশ করানো হবে ক্যাম্পাসে।
এক শ্রেণির শিক্ষার্থীদের সাথে অন্য শ্রেণির শিক্ষার্থীদের দেখা হওয়ার সুযোগ নেই। ছুটির পর ছাত্র-ছাত্রীরা যেন সোজা বাড়ি চলে যায় বাইরে গেটের সামনে জড়ো না হয় সে জন্য কাজ করবে শিক্ষকদের একটি টিম।