শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০১:০৫

প্রতি বিভাগের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পৃথক কমিটি গঠন করেছে ছেঙ্গারচর ডিগ্রি কলেজ

স্টাফ রিপোর্টার
প্রতি বিভাগের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পৃথক কমিটি গঠন করেছে ছেঙ্গারচর ডিগ্রি কলেজ
ছেঙ্গারচর ডিগ্রি কলেজ

দীর্ঘদিন পর আজ আবারো মুখরিত হচ্ছে ছেঙ্গারচর ডিগ্রি কলেজ ক্যাম্পাস। তবে করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় একটি নয় তিনটি পৃথক তত্ত্বাবধান কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন মোঃ ইয়াছিন চাঁদপুর কণ্ঠকে জানান, কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মনিটরিং, রিসিভ ও শ্রেণিকক্ষে পাঠানো পর্যন্ত তত্ত্বাবধান করবে বিজ্ঞান বিভাগের শিক্ষকদের নিয়ে গঠিত একটি টিম।

একই ভাবে মানবিক বিভাগের শিক্ষকদের নিয়ে আরেকটি পৃথক তত্ত্বাবধান টিম গঠন করা হয়েছে যারা একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করবেন। ব্যাসায় শিক্ষা শাখার শিক্ষকদের সমন্বয়ে গঠিত তত্ত্বাবধান টিম কাজ করবে দুই ক্লাসের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা রক্ষায়। প্রতিটি বিভাগের ছাত্র-ছাত্রীদের সাথে একই বিভাগের শিক্ষকদের অনলাইন ক্লাসের মাধ্যমে যোগসূত্র থাকায় তাদের নিয়ন্ত্রন ও স্বাস্থ্যবিধি মানাতে সহায়ক হবে বিধায় তিন ভাগে তত্তাবধায়ক টিম গঠন করা।

প্রতিটি কমিটির কাছে তাপমাত্রা মাপার পৃথক তিনটি মেশিন থাকবে। তাপমাত্রা স্বাভাবিক হলে শিক্ষার্থীকে দ্বিতীয় পর্যায়ে হ্যান্ড ওয়াশের জন্য পাঠানো হবে আর অস্বাভাবিক হলে তাকে নেয়া হবে আইসোলেশন কক্ষে। হ্যান্ড ওয়াশ করার পর নিরাপদ দূরুত্বে সারিবদ্ধ ভাবে পাঠানো হবে নির্দিষ্ট শ্রেণিকক্ষে। কার আসন কোথায় তা বাইরে একাধিক স্থানে চার্ট টানিয়ে দেয়া থাকবে। সংশ্লিষ্ট তত্বাবধায়ক টিমের কাছেও থাকবে আসন বিন্যাস।

প্রতিক্লাসে শিক্ষকগণ গিয়ে শিক্ষার্থীদের শতভাগ মাস্ক পড়া বাধ্যতামূলক করবেন। যার মুখে ও নাকে মাস্ক থাকবে না তাকে মাস্ক পড়তে বাধ্য করানো হবে। ছুটির সসয়ও সারিবদ্ধ ভাবে একটি একটি ক্লাস করে ধারাবাহীক ভাবে ছাড়া হবে শিক্ষার্থীদের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়