রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:২২

সরকারের ১৯ দফা নির্দেশনা মানতে প্রস্তুত মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

অনলাইন ডেস্ক
সরকারের ১৯ দফা নির্দেশনা মানতে প্রস্তুত মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

১২ সেপ্টেম্বর খুলছে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সবপ্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানগুলো। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ন্যায় জেলা সদরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সরকারের নির্দেশিত ১৯ দফার প্রত্যেকটি মানতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

স্কুল খোলার ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার দিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ১০ম ও এসএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হলেও একটি ক্লাসের স্টুডেন্টের সাথে যেন অন্য ক্লাসের স্টুডেন্টদের মিশ্রণ না ঘটে সে জন্য পৃথক ভবনে পৃথক পথে তাদের যাওয়া-আসার ব্যবস্থা করা হয়েছে।

স্কুলে সকল ছাত্রীদের মাস্ক পড়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। তিনি বলেন, স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম গায়ে দিয়ে সকলকে আসতে হবে। কোন কারনে কেউ ইউনিফর্ম ছাড়া আসলে তা বিশেষ বিবেচনায় ছাড় দেয়া হবে তবে ইউনিফর্ম পড়ে আসাটাই উত্তম। স্কুলের প্রবেশপথ ও বারান্দায় প্রস্তুত থাকবে স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশের ব্যবস্থা। প্রত্যেক ছাত্রীকে তা মেনে নির্দিষ্ট দূরুত্বের নির্ধারিত আসনে বসতে হবে। কোন ভাবেই শিক্ষার্থী সমাবেশ যেন না ঘটে তার জন্য শিক্ষকদের নজড়দারি থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়