শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৪

চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয় ভবনে ফাটল : আতঙ্কিতশিক্ষার্থীরা

গোলাম মোস্তফা
চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয় ভবনে ফাটল : আতঙ্কিতশিক্ষার্থীরা

চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ের পুরনো ভবনে ফাটলের কারণে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে প্রশাসনিকভাবে ভবনটিকে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।

জানা যায়,

চাঁদপুর শহরের শত বছরের পুরনো মাধ্যমিক বিদ্যাপিঠ গণি মডেল বহুমুখি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯১৭ সালে প্রতিষ্ঠিত। এ প্রতিষ্ঠানের বর্তমান বয়স ১০৭ বছর। বিদ্যালয়টির অবকাঠামোগত সমস্যা সমাধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে একটি বহুতল ভবন নির্মাণের জন্য গত কয়েক মাস পূর্বে বিদ্যালয়ের পশ্চিমাংসের দ্বিতল ভবন ভেঙ্গে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে।

সেই ভবনের জন্য

মাটির বেইস কাটা শুরু করলে গত কয়েকদিন পূর্বে উত্তরাংশের তিনতলা ভবনের দেয়াল বিশাল অংশে ফাটল দেখা দেয়।

এ ফাটলের কারণে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল শিক্ষাকার্যক্রম ভবনে বন্ধ করে দেয়। উত্তরাংশের তিনতলা ভবনের দেয়ালে বিশাল আকারে এ ফাঁটল এতোটাই ভয়াবহ যে কোনো সময় ভবন ধসে পরার আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুর রহমান সরকার মোহন বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এ বিদ্যালয়ের বহুতল একটি ভবনের টেন্ডার হয়। এরপর ঐ ভবন নির্মাণ কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদার। সেই অনুযায়ী ভবন নির্মানের জন্য মাটির বেইস কাটা হলে গত কয়েক দিন পূর্বে উত্তরাংশের তিনতলা ভবনের দেয়ালে বিশাল আকারে ফাঁটলের সৃষ্টি হয়। এরপর আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাগন সরাসরি এসে

ফাটল হওয়া ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করেছে। ফলে উক্ত ভবনটিতে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়