প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ২০:২৬
হাজীগঞ্জ পাইলট বালিকা উ'বি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পুরস্কৃত।
ঐতিহ্যবাহী ও নারী শিক্ষার খ্যাতিমান বিদ্যাপীঠ হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলায় শেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পুরস্কৃত হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটিকে পুরস্কার ও ক্রেষ্ট প্রধান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। পুরস্কার গ্রহন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হেসেন। অনুষ্ঠানের আযোজনে ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
|আরো খবর
হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদে অবস্থিত বিদ্যালয়টি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৩১ জন শিক্ষক ও প্রায় ১৫৮৫ জন শিক্ষার্থী রয়েছে।
হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলমের সভাপ্রদানে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ্ণ দেবনাথ।
প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন জানান, বিদ্যালয়ের দক্ষ ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টাই শ্রেষ্ঠত্ব অর্জনের চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। তাছাড়া বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শুভাকাঙ্খীদের প্রতি হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল) নির্বাচিত করায় দক্ষ নির্বাচক মন্ডলীসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রশাসন, উপজেলার মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধানগণ, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসহ সকলের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে পুরস্কৃত হওয়ায় অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের সভাপতি খালেদুর রব মিঠু।