প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ১৭:০৫
মতলবে মডেল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের সেলাই প্রশিক্ষণের কোর্স সমাপ্তি
মতলব দক্ষিণ উপজেলার ধনারপাড় এলাকায় দারুল ইসলাম সোসাইটি কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠান মডেল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের ডা. নিশাত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ৫ম ব্যাচের প্রশিক্ষণ কোর্স সমাপ্তিতে সেলাই মেশিন ও সনদ বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
আজ ৫ জুলাই বেলা ১২টায় দারুল ইসলাম সোসাইটি ধনারপাড় কমপ্লেক্সে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে।
দারুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মতলবের কৃতি সন্তান মোঃ আফজারুল রহমান, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ রোটা. রেদওয়ান আহমেদ জাকির, লিটল স্কলার্স একাডেমির প্রধান শিক্ষক মোঃ সেলিম প্রধানীয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারুল ইসলাম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সেক্রেটারী মাওলানা মোঃ শাহজালাল।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল ইসলাম মাদ্রাসা ও ইয়াতিম খানার সুপার মুহাম্মদ মোস্তফা মিয়া।