শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ২০:৩৮

আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মাহবুব আলম লাভলু
আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের আশফাক চৌধুরী মাহি।

আলোচনা বলেন, এ মহাবিদ্যালয়টি এ বছরই এমপিওভূক্ত হবে। কারণ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার দাদা। যিনি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এলাকার সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই প্রতিষ্ঠান তৈরি করেছেন।

তিনি আরও বলেন, আমার বাবা এই কলেজের উন্নয়ন করে গেছেন। আরো কিছু কাজ বাকি আছে। আমার বাবার স্বপ্ন পূরণ করতে আমি সর্বদা চেষ্টা করবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের জন্যে দোয়া করি, সফলতার সাথে তোমরা এইচএসসি, পরীক্ষায় পাস করে প্রতিষ্ঠান ও বাবা মার মুখ উজ্জ্বল করে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে।

আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও প্রভাষক এনামূল হক এবং নেহাল আহাম্মদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের গভর্নিংবডির সদস্য বাদশা মিয়া, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, উপজেলা যুবলীগের সদস্য রিপন মৃধা, প্রভাষক জেসমিন আক্তার, প্রভাষক রাবেয়া বসরী, বিদায়ী শিক্ষার্থী মোহাম্মদ মহি, একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান তফাদার।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষকগণ। এই কলেজের সাবেক সভাপতি ও মোহনপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম সামসুল হক চৌধুরী বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম ছিদ্দিকুর রহমান ও সাবেক মেধাবী ছাত্র হিমেল হাওলাদারের অকাল মৃত্যুর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়েছে এবং বিদায়ী শিক্ষার্থীসহ সকলের জন্য দোয়া করা হয়েছে।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও আলী আহাম্মদ বহুমুখী মহাবিদ্যালয়ের আজীবন সদস্য বোরহান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জিঃ ফখরুল ইসলাম রনিসহ শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়