প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮
চাঁদপুর ডিবেট মুভমেন্টের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষীকি
বিতর্ক আমাদের সাম্প্রদায়িকতা থেকে মুক্তি দেয়- শিক্ষামন্ত্রী
চাঁদপুর ডিবেট মুভমেন্টের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষীকি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধা সাড়ে ৭টায় বাবুরহাটস্থ ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের ইউনুছ খান অডিটোরিয়ামে রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি।
|আরো খবর
তিনি তাঁর বক্তব্যে বলেন সিডিএম এর মাধ্যমে যারা বিতার্কিক তৈরী হলেন। সামনের দিনগুলোতে আমাদের এই দক্ষতা নিয়ে সামনের দিকে আরো এগিয়ে যাওয়ার সুযোগ আছে। সেই সুযোগ গুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তিনি বলেন কথা বলতে পারাও একটি দক্ষতা, নিজেকে প্রকাশ করতে পারা, নিজের ভাব প্রকাশ করতে পারা, অন্য আরেকজন মানুষের সামনে মনের ভাব আদান প্রদান করতে পারে, আমি যা বোঝাতে চাই তা সঠিকভাবে বোঝাতে হতে পারা। যোগাযোগ স্থাপনের দক্ষতা বর্তমানে বিশ্বের সবচাইতে বড় দক্ষতা, এছাড়াও সুস্থ চিন্তার দক্ষতা সহ আরো কয়েকটি দক্ষতা বিতর্ক থেকে শেখা যায়।
তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন একই কথা দিয় কারো মন জয় করা যায় আবার সেই কথা একটু ভিন্ন আঙ্গিকে প্রকাশ করে, করো মনও ভাঙ্গা যায়।যারা বিতর্ক করে তাদের ভাষার দক্ষতা রয়েছে, তারা ভাষাকে সঠিক ব্যবহার করতে জানেন।তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কথার যাদু দিয়ে সকলকে একত্রিত করতে পেরেছেন, এবং জাতি ও একটি দেশ উপহার দিয়েছেন। তিনি আরও বলেন পরমত সহিষ্ণুতা একটি মানুষকে অনেক শ্রদ্ধাশীল করে, সাম্প্রদায়িকতা থেকে মুক্তি দেয়।বিতর্ক থেকে আমরা পরমত সহিষ্ণুতা ও যুক্তিবাদী হয়ে গড়ে উঠতে শেখায়।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাস, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান জাহিদুল ইসলাম নোমান, ড্যাফোডিল ইউনিভর্সিটির রেজিষ্ট্রার ড. মোঃ নাদির বিন আলী প্রমুখ।